করোনার উৎস অনুসন্ধান করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুমতি দিলো চীন সরকার। আগামী বৃস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলটি যাবে চীনে। চীনের সরকারি সংবাদপত্রে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলটি আসবে ১৪ জানুয়ারি। তবে এটা স্পষ্ট নয় যে, দলটি উহানে যাবে কি না। এর আগেই হু-র প্রতিনিধি দলটি চীনে তদন্তের জন্য গিয়েছিল। কিন্তু তাদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে একটা অসন্তোষ তৈরি হয়। তারপর গত ৯ জানুয়ারি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ডেপুটি প্রধান জানান, উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের আসার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
তদন্ত নিয়ে চিনের ভূমিকার সমালোচনা করেছেন খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেড্রোস আধানম গেব্রেয়াসুস। কেন তদন্ত করতে দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ২০১৯-এর নভেম্বরে উহানে করোনাভাইরাস ধরা পড়ে। তারপর সেখান থেকে সেই ভাইরাস চিনের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে অতিমারির আকার নিয়েছে। ইতিমধ্যেই বিশ্বে আক্রান্ত ৯ কোটিরও বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা প্রায় ২০ লাখ। করোনার উৎস নিয়ে প্রথম থেকেই চিনের বিরুদ্ধে আঙুল উঠছিল। এমনও তত্ত্ব উঠে এসেছে যে, এটা নাকি রাসায়নিক অস্ত্র। যদিও সেই তত্ত্বকে সরাসরি নাকোচ করেছে চীন।