আজিজ খান গোলাপগঞ্জ, সিলেট প্রতিনিধি : 

গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রতীক বরাদ্ধের পর পরই আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীকের মোঃ রুহেল আহমদের নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার পৌর শহরের কদম গাছেরতল এলাকায় এ প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়।

উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খাঁন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নৌকা জনগণের উন্নয়নের প্রতীক।  নৌকা শুধু রুহেল আহমদের প্রতীক নয়,  এ প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। সকল নেতাকর্মী  ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে।

প্রধান অতিথি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদেও হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যারাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বহিস্কার করা হবে। এবং বিদ্রোহী প্রার্থীদের যে সব নেতৃবৃন্দ সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সিলেট জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক হুমাইয়ুন ইসলাম কামাল, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, এডভোকেট মনসুর রশীদ। বক্তব্য রাখেন মেয়র প্রার্থী,  পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকমোঃ রুহেল আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আওয়ামীলীগ নেতা  জিল্লুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্ছু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসিদুর রহমান আসাই, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পাবেল আহমদ,  ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল আহমদ,  ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত, পৌর আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, রশেদ্র পাল, সুহেল আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সায়াদ,  উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হানিফ খান, আবু সুফিয়ান আজম,  সাইকুজ্জামান চৌধুরী শিমু, মাজেদ শরীফ চৌধুরী, ইমরুল হানিফ,  নুরুল ইসলাম, নাজিম লস্কর, কামাল আহমদ সহ উপজেলা, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে