ডেস্ক রিপোর্ট: জাতীয় লিগের দুই ইনিংসে অফ স্পিনারের বলে আউট হয়েছেন তামিম। তাই অফ স্পিন নিয়েই বিশেষভাবে কাজ করাছেন দেশসেরা এই ওপেনার। ভারত সিরিজের আগে নিজেকে কক্ষপথে ফেরাতে চান তামিম। তাই ফর্মে ফিরতে প্রিয় কোচ সালাউদ্দিনের কাছেই নতুন করে টেকনিক শেখার কাজ শুরু করেছেন তিনি।

সর্বশেষ বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। এরপর থেকেই ফর্ম হারিয়ে নিজেকে খুঁজে ফিরছেন জাতীয় দলের এ ওপেনার। খারাপ সময় থেকে বের হওয়ার জন্য তার পাশে দাঁড়িয়েছেন প্রিয় গুরু সালাউদ্দিন।

বিশ্বকাপে তামিম ইকবালের উপর দলের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু সেখানেই যেনো চরম ফ্লপ তিনি। এরপর শ্রীলংকা সিরিজে আবারো ব্যর্থতার পর স্বেচ্ছা বিরতি নেন। থাইল্যান্ডে যান একান্ত অনুশীলনের জন্য। এরপর জাতীয় লিগে ফিরেও বড় স্কোরের দেখা পাচ্ছেন না। তাই মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামের নেটে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় দলের সাবেক সহকারী কোচ সালাউদ্দিনের ও বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করেছেন তামিম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে