বিডি নীয়ালা নিউজ( ১১ই আগস্ট ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার সরকারি বাহিনী বলছে সির্তে শহরে কথিত ইসলামিক স্টেট বা আইএস’র সদর দপ্তর দখল করেছে।
মিসরাতা শহরের কাছে সরকারি যোদ্ধারা এ সাফল্য অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে।
একই সাথে তারা সির্তে শহরের প্রধান হাসপাতালের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে তারা।
বেশ কিছু আইএস যোদ্ধা আবাসিক এলাকাগুলোতে আটকা পড়েছে বলে জানা যাচ্ছে।
লিবিয়ার এ সির্তে শহরেই আইএসের শক্ত ঘাঁটি তৈরি হয়েছিলো।
লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে আইএস বিরোধী অভিযানে সহায়তা করছে।
bbc