321832-canine

বিডি নীয়ালা নিউজ(৮ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ  বণ্যপ্রাণী বা পোষা প্রাণীদের জন্য দেশে প্রথমবারের মত ‘সিভাসু অ্যানিম্যাল ব্লাড ব্যাংক’ নামে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের খুলশি এলাকায় অবস্থিত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম ও একমাত্র এই ব্লাড ব্যাংক চালু করা হয়।

আহত ও অসুস্থ প্রাণীর রক্তের চাহিদা মেটাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের এসএ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে এ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।

এ ব্যাপারে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ জানান, মানুষের মত এখন থেকে প্রাণীরাও তাদের জন্য রক্ত দিবে এমন উদ্দেশ্যেই এই ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে