asraful

বিডি নীয়ালা নিউজ(৮ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন,‘আজকের মেধাবীরা আগামী দিনের সম্পদ। কারণ, আজকে যারা ভালো রেজাল্ট করেছে তারা একদিন দেশকে নেতৃত্ব দিবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে। দেশের উন্নয়নে তারা মেধা ও মননশীলতার পরিচয় দিবে।’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সমিতির উদ্যোগে প্রয়াত সাংসদ ‘আলতাফ হোসেন গোলন্দাজ মেধা বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রয়াত এ নেতাকে স্মরণ করে তিনি বলেন, ‘আমারা রাজনীতির অনেকটা সময় প্রয়াত এ নেতার সঙ্গে কেটেছে। তিনি দল-মতের ঊর্ধ্বে জনমানুষের নেতা ছিলেন। আমরা সবসময় তার বাসায় যেতাম। ময়মনসিংহে আওয়ামী লীগের কোনো জনসভা হলে সিংহভাগ লোক তার নেতৃত্বে গফরগাঁও থেকে আসতো। বঙ্গবন্ধুর ডাকে তিনি দেশের জন্য লড়াই করেছেন। স্বাধীনতার পর আওয়ামী লীগের ভাটা অবস্থায় গফরগাঁওকে নেতৃত্ব দিয়েছেন তিনি।’

তিনি বলেন, ‘আমার রাজনীতির হাতে-খড়ি হয়েছে গফরগাঁওয়ের কৃতিসন্তান ষাটের দশকের বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শামস উদ্দিন আহমেদ ভাইয়ের হাত ধরে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। পরবর্তিতে তিনি আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।’

অনুষ্ঠানে সরকারি কর্মকমিশনের সদস্য ও ঢাকাস্থ গফরগাঁও সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিল আলতাফ হোসেন গোলন্দাজের ছেলে ও স্থানীয় সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল, কেন্দ্রীয় যুবলীগ নেতা সামিউল আমিন প্রমুখ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে