citmohol basi

বিডি নীয়ালা নিউজ(৩০ই জুন ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ এক বছর আগে বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া ছিটমহলগুলোর অধিবাসীরা বলছেন এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করবেন তারা , যেটি হবে ৬৮ বছরের ইতিহাস সবচেয়ে আনন্দঘন ঈদ।

দীর্ঘকাল ধরে বিচ্ছিন্ন এলাকায় অনেকটা বন্দী সময় কাটানোর পর গত বছর একত্রিশে জুলাই মধ্যরাতে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছিলো ১১১টি ছিটমহলের মানুষ।

এরপর বাংলাদেশী নাগরিক হিসেবে এবারই প্রথম ঈদ উল ফিতর বা রোজার ঈদ পালন করতে যাচ্ছে সাবেক ছিটমহলগুলোর এই বাসিন্দারা।

তারা বলছেন আটষট্টি বছর ধরে নানা আইন কানুনের ঘেরাটোপে বন্দী থাকার পর এবারের ঈদ তারা উদযাপন করবেন উৎসব মুখর পরিবেশে।

বাংলাদেশের সাথে যুক্ত হওয়া ছিটমহল এলাকা-ফাইল ফটো

বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার পর এটিই তাদের জন্য প্রথম ঈদ উল ফিতর।

কুড়িগ্রামের দাশিয়ারছড়ায় সাবেক ছিটমহল বিনিময় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিবিসিকে বলেন, “গত ৬৮ বছর একটা বন্দী জীবনে থেকে ঈদ করেছি। কিন্তু এবার বাংলাদেশী হিসেবে ঈদের প্রস্তুতি নিচ্ছি”।

ঈদের প্রস্তুতি কেমন জানতে চাইলে তিনি বলেন ঈদকে সামনে রেখে স্থানীয় মাঠগুলো সুসজ্জিত করা হবে এবং উন্নত খাবার পরিবেশন করা হবে।

এ দাশিয়ারছড়ায় অন্তত ১০ হাজার মানুষের বসবাস এবং এটি বাংলাদেশের সাথে যুক্ত হওয়া ছিটমহলগুলোর মধ্যে সবচেয়ে বড়।

গোলাম মোস্তফা বলেন এবার আত্মীয় স্বজনের সাথে একসাথেই ঈদের নামাজ পড়বেন তারা।

“অন্য এলাকা থেকে আত্মীয়রা আসছেন। আগের তাদের মধ্যে আসা যাওয়া নিয়ে চিন্তার ছাপ ছিলো সেটি আর এখন নেই। সব মিলিয়ে আমরা আনন্দিত । ৬৮ বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন ঈদ হবে এবার”।

 

 

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে