13384792_874517006009864_854431216_n

বিডি নীয়ালা নিউজ(৫ই জুন১৬)- স্টাফ রিপোর্টারঃ ৬ষ্ঠ বছর উপলক্ষে ৫ই জুন ২০১৬ রবিবার বিকাল ৫ টায় প্রফেঃ নাজনীন হাসানের সভাপতিত্বে, লেখক মোরাই রাশেদ উপাস্থপনায় গ্রেট ওয়াল একাডেমির কার্যালয়ে  মেধাবি ছাত্র- ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋদ্ধ কবি ও উপন্যাসিক সৈয়দ মাজহারুল পারভেজ, যিনি দুই বাংলার লেখক হিসেবে সুনাম অর্জন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট  জাহিদ ইকবাল,  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা, গাজীপুর মহানগর সভাপতি মোঃ সাইদুর রহমান ও তাঁর সহপাঠীসহ গ্রেট ওয়াল একাডেমির  ছাত্র- ছাত্রী এবং অবিভাবকবৃন্দ। গ্রেট ওয়াল অ্যাকাডেমির পরিচালক,  লেখক ও সাংবাদিক মোঃ মাহফুজার রহমান মণ্ডল- এর স্বাগত বক্তব্যের পর উপস্থিত ব্যকক্তিবর্গ  একে একে  তাঁদের মূল্যবান বক্তব্য পেশ করেন।

13321914_1317104691650200_1083781158083100616_n13325726_1317104608316875_6434667016527784227_n13315288_1317139701646699_2151480976658840289_n13349251_874515189343379_1198424853_n13384838_874514599343438_1915004759_n13315364_1317104974983505_9091534544871025480_n

প্রসঙ্গত: গ্রেট ওয়াল একাডেমিতে নানান ভাষায় ট্রেনিং দেয়া হয়  যেমন : চাইনিজ, ফ্রেঞ্চ,  কোরিয়ান , জাপানিজ, স্পোকেন ইংলিশ  ইত্যাদি।  এছাড়া কম্পিউটার , আর্ট, সংবাদিকথা , চলচ্চিত্র   পরিচলনা  ইত্যাদি বিষয় প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ বিষয়ে বক্তারা নানান বিষয়ে উপর কথা বলেন যে বিশ্বে দিন দিন শিক্ষার হার বাড়ছে কিন্তু সে তুলানায় চাকুরীর সংখ্যা বাড়ছে না, এদিকে একজন  প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি সহজে চাকুরী পাচ্ছেন বা নিজেই আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছেন।  অনুষ্ঠানে  বক্তারা বই পড়া নিয়ে জোর দিয়েছেন , এছাড়া বর্তমান সময়ে অনেকেই ফেইসবুক বা সামাজিক যোগাযোগ মাধমে অনেক সময় ব্যয় করেন কিন্তু এর উপকারিতা আছে এ কথা স্বীকার করে বলেন, তারা যেন ই-বুক গুলো বেশি বেশি করে পড়ে।   এক পর্যায়ে মোঃ মাহফুজার রহমান মণ্ডল বলেন, “Education is the backbone of a nation” এ কথা যেমন সত্য তেমনি  ” Training is the backbone of the development” এ কথাও  সত্য।  মানুষ দিন দিন শিক্ষিত হচ্ছে কিন্তু ট্রেনিং এর অভাবে সহজে চাকুরী পাচ্ছেন না বা সহজে আত্মনির্ভরশীল হচ্ছে না।  এ সুত্র ধরে মোঃ সাইদুর রহমান বলেন কম সময়ে সহজে চাকুরী বা আত্মনির্ভরশীল হতে গেলে ট্রেনিং এর বিকল্প নেই।

13332982_1317103858316950_6793909199339472533_n13335547_1317104218316914_1303392044308261760_n13344533_1317104568316879_6973537566673659619_n

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গ্রেট ওয়াল একাডেমির ৬ষ্ঠ বছর উপলক্ষে মেধাবি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণের সাথে স্বহস্তে ঋদ্ধ কবি ও উপন্যাসিক সৈয়দ মাজহারুল পারভেজ  মুক্তিযোদ্ধ বিষয়ক বই  উপহার দেন। অনন্যদের পুরস্কার   জাহিদ ইকবাল ও প্রফেঃ নাজনীন হাসান।  অনুষ্ঠানের সার্বিক সহযোয়িতায় ছিলেন কবি ও সাহিত্যিক মোরাই রাশেদ লেখক ও সাংবাদিক জিকরুল আলম মন্ডল, এবং   মো: আফরুজ্জামান রুমন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে