প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ মার্চ সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। তার সফরকালে দুই দেশের মধ্যে শ্রম, বাণিজ্য, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ মার্চ দুবাই এক্সপোতে আনুষ্ঠানিক প্রোগ্রামে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। আমিরাতের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন। এছাড়াও দুবাইয়ের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

বাংলাদেশের সঙ্গে আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে। এছাড়া আমিরাত বাংলাদেশের একটি বড় শ্রম বাজার। আমিরাতের বড় ধরনের বিনিয়োগও টানতে চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সফরকালে একাধিক বৈঠকে এসব আলোচনা প্রাধান্য পাবে।

সফর শেষে আগামী ১২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন।

ban/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে