ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির উদ্যোগে আগামীকাল শনিবার ‘৭ মার্চ : আলোকের ঝরণাধারা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ’ স্বীকৃতি প্রদান উপলক্ষে এ দিন সকাল ১০টায় বিএমএ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বুলবুল মহলানবীশ ও বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি।
সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং তথ্য ও গবেষণা উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর সাইদুর রহমান খান।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে