ডেস্ক স্পোর্টসঃ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ব্যক্তিগত মাইলফলক টপকে গেলেন বিরাট কোহলি৷ মধ্যাহ্নভোজের বিরতির আগেই বর্তমান ভারত অধিনায়ক পিছনে ফেলে দেন বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারকে৷

সাউদাম্পটনে ব্যাট হাতে ৬ রান করার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কোহলি৷ এদিন মাঠে নামার আগে ৬৯ টেস্টের ১১৮ ইনিংসে বিরাটের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৫৯৯৪ রান৷ সুতরাং ছ’হাজারি ক্লাবে ঢুকে পড়ার জন্য ৬ রান দরকার ছিল বিরাটের৷

দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে কোহলি টেস্টে ৬ হাজার রান সংগ্রহ করেন৷ ৭০ টেস্টের ১১৯ ইনিংসে তিনি এমন কৃতিত্ব অর্জন করেন৷ বিরাটের থেকে কম টেস্ট খেলে ছ’হাজার রান করেন কেবল সুনীল গাভাসকার৷ তিনি ৬৫ টেস্টের ১১৭ ইনিংসে ছ’হাজারি ক্লাবের সদস্য হন৷

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে