ডেস্ক রিপোর্ট: দারুণ বোলিংয়ের পর অধিনায়ক সাকিবের ব্যাটে ভর করে গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ ৷ এর ফলে সিরিজের ফাইনালে আবারো একই প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে নামার পূর্বে আত্নবিশ্বাসী হয়ে থাকবে টাইগাররা। আবার, এই জয় দিয়ে টানা হারের বৃত্ত থেকেও বেরিয়ে এসেছে বাংলাদেশ।

গতবছরের দেরাদুনের সেই বিভীষিকাময় সিরিজের হোয়াইটওয়াশের পর চলতি ত্রিদেশীয় সিরিজে আবারো টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছিল টাইগাররা। এবারও প্রথম ম্যাচে হেরে টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচ আফগানদের কাছে পরাজয়ের লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ। এদিকে সময়ের হিসেবে গতকালকের ম্যাচের আগে প্রায় ৫ বছর টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে জয় শূন্য ছিল বাংলাদেশ।

অবশ্য এতো লম্বা বিরতির পিছনে কারণও রয়েছে। ২০১৪ সালে ঘরের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গতবছরের দেরাদুন সিরিজের আগে আফগানদের বিপক্ষে ছোট ফর্ম্যাটে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে ফাইনালের আগে কিন্তু মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানের হিসাবে এখনো এগিয়ে রয়েছে আফগানরা। তাদের ৪ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র দুইটি।

বাংলাদেশ কি পারবে জয়ের ধারা অব্যাহত রেখে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফর্ম্যাটের কোনো ফাইনাল জিততে?

P/B/A/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে