amropali am

বিডি নীয়ালা নিউজ(২২ই জুন ১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি): সিরাজগঞ্জ পৌর এলাকার রতনগঞ্জ মহল্লার বাসিন্দা সহ কৃষি কর্মকর্তা এলপিআর মোঃ রেজাউল ইসলামের বাড়ীতে লাগানো ৩বছর বয়সের আম্রপালী আমগাছে এবারও ৩শতাধিক আম ধরেছে ।অসংখ্যা আমের ভারে নুয়ে পড়েছে ডালগুলো ।দর্শনীয় আম গাছটি দেখার জন্য লোকের ভীড় দেখা যাচ্ছে ।সদ্য এলপিআরএ যাওয়া কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম রেজার সখ প্রতিবছর আমের চারা লাগানো ।নিজের বাড়ীতে বিভিন্ন জাতের অনেক গুলো আম গাছ লাগিয়েছে।আম্রপালী আমের চারা বেশ জনপ্রিয় ।আমও বেশ বড় বড় হয় এবং সুস্বাদু হয় ।সবচেয়ে বড়গুলো হচ্ছে ২বছর বয়স থেকেই এ জাতের আমগাছে আম আসে ।রেজাউল ইসলাম তার এই ৩বছর বয়সী গাছের স্বাভাবিক যত্ন নিয়োছল ।সময় মত পানি দিয়েছিল আর মাটির যত্ন নিয়েছিল।তার ফলশ্রুতিতে একঠি গাছেই ৩শতাধিক আম এবার ধরেছে ।একঠি গাছের আম দিয়েই পরিবারের চাহিদা মিটিয়ে সে আত্বীয় স্বজনদের ও বন্ধুদের বাড়ীতে পাঠানোর সিন্ধান্ত নিয়েছে ।সে জানায়,যে কেউ তার বাড়ীর আঙ্গিনায় সূর্যের আলো পাওয়া এরকম স্থানে এই আমগাছ লাগালেই সে লাভবান হবে ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে