করোনার কারণে দীর্ঘ দুই বছর পর কিশোরগঞ্জের মিঠামইন সফর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন প্রেস উইং জানায়, শুক্রবার (১২ নভেম্বর) নিজ এলাকায় যান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। করোনার কারণে দীর্ঘ প্রায় দুই বছর পর বিকেলে নিজ এলাকা মিঠামইন সফরে যান তিনি।

মিঠামইন পৌঁছার পর রাষ্ট্রপতি উপজেলায় ঘোড়াউত্রা নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন করেন।

বঙ্গভবন প্রেস উইং জানায়, ৪৩ কোটি টাকা ব্যয়ে ৩৬৫ মিটার দীর্ঘ এ সেতু নির্মিত হচ্ছে। সেতুটি নির্মিত হলে মিঠামইন উপজেলা সদরের সঙ্গে হাওড় অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির সচিব ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ban/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে