ডেস্ক রিপোর্ট :  ২০৪১ এর বাংলাদেশ গড়ার কারিগর হবে আজকের মেধাবী শিক্ষার্থীরা। সেজন্যই সরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ১৭২ জন কৃতি শিক্ষার্থীর হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেধা ও জ্ঞান ভিত্তিক দেশ গড়তে মেধাবীদের উৎসাহ দিতে দেওয়া হয় এ পদক।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো লক্ষ্য অর্জন করতে হলে পরিকল্পনার প্রয়োজন। বর্তমান সরকার সেভাবেই দেশকে এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে সরকার। পাশাপাশি বৈষম্য ঘুঁচিয়ে সবার জন্য উপযুক্ত শিক্ষার সুযোগ তৈরি করা হয়েছে।

J/T/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে