আন্তর্জাতিক রিপোর্টঃ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করাটা ক্রিকেট জীবনের সবচেয়ে বড় অর্জন হবে জানিয়েছেন দেশটির তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। ২০১৫ সাল থেকে পাকাপাকিভাবে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব করা কোহলি, সম্প্রতি ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি দলের দলপতির দায়িত্ব পেয়ে ভবিষ্যতের অর্জন নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমি ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ খেলেছি। তবে আগামী ওয়ানডে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেয়াটা হবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’
২০০৮ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন কোহলি। এরপর থেকে ব্যাট হাতে নিজের সামর্থ্য দেখিয়েছেন ক্রিকেট বিশ্বকে। ওয়ানডের পর টেস্ট ও টি-২০ ফরম্যাটে কোহলির ব্যাটিং কারিশমা দেখেছে ক্রিকেট বিশ্ব।
ব্যাটসম্যান হিসেবেই দলে নিজের দায়িত্ব মন দিয়ে পালন করেছেন কোহলি। কিন্তু ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফলে সিরিজের চতুর্থ টেস্ট থেকে পাকাপাকিভাবেই ভারতের টেস্ট অধিনায়ক হয়ে যান কোহলি। এরপর তার নেতৃত্বে ছয়টি টেস্ট সিরিজ খেলে ভারত। এর মধ্যে বাংলাদেশের সাথে এক ম্যাচের টেস্ট সিরিজ ড্র করলেও পরের পাঁচটি সিরিজ জিতে ভারত।
তবে গত সপ্তাহে ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কত্ব ধোনি ছেড়ে দেয়ায় দায়িত্ব পেয়ে যান কোহলি। আগামী সপ্তাহে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ দিয়ে রঙিন পোশাকে অধিনায়ক হিসেবে অভিষেক হবে কোহলির। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আগামী জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অংশ নেবে ভারত। আর এ টুর্নামেন্টকে মিনি বিশ্বকাপ হিসেবে অভিহিত করে কোহলি বলেন, ‘সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে। সেখানে খেলার জন্য সবাই উন্মুখ হয়ে আছে এবং আমরা প্রস্তুত।’
চ্যাম্পিয়ন্স ট্রফিটি মিনি বিশ্বকাপ হলেও ২০১৯ বিশ্বকাপ তার ক্রিকেট জীবনের সেরা অর্জন হবে বলে মনে করেন কোহলি, ‘বিশ্বকাপ খেলার স্বপ্ন সবারই থাকে। আমারও ছিলো। সেই স্বপ্ন পূরণও হয়েছে। তবে বিশ্বকাপে অধিনায়কত্ব করার স্বপ্ন সবার পূরণ হয় না। কিন্তু আমার হবে বলে মনে হচ্ছে। আর তা যদি হয়, তবে পরের বিশ্বকাপটি হবে আমার জীবনের সেরা অর্জন।’
ভারতের বর্তমান ওয়ানডে দলটি অনেক বেশি ভারসাম্যপূর্ণ বলেও মনে করেন কোহলি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ও উইকেটকিপিং, সব বিভাগেই এই দলটি দারুণ জানিয়ে কোহলি বলেন, ‘ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেতে সবাই লড়াই করছে। আমরা এখনো সেরা কম্বিনেশনটা খুঁেজ বেড়াচ্ছি। আমরা ব্যাটসম্যানদের নিয়ে কাজ করছি, যে কি-না ওয়ানডে দলে দীর্ঘদিন সেবা দিতে পারবে। এমনকি অন্য তিন বিভাগ নিয়ে আমরা বেশ সচেতন। ভবিষ্যতের জন্য দলকে গড়ে তুলতে আমরা বিভিন্ন পরিকল্পনা করছি। যাতে ভবিষ্যতে আরও অনেক বড় বড় সাফল্য পাওয়া যায়।’

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে