ডেস্ক রিপোর্টঃ হাইতিতে একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাজধানী পোর্ট অ প্রিন্সের কেন্সকফ এলাকা এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, জেনারেটর সমস্যার কারণে বিদ্যুৎ না থাকায় বৃহস্পতিবার রাতে শিশুরা মোমবাতি জ্বালিয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত।

জানা গেছে, এতিমখানাটি ‘চার্চ অব বাইবেল আন্ডারস্টান্ডিং’ নামে একটি অলাভজনক ধর্মীয় গ্রুপের অধীনে পরিচালিত হয়।

আগুন লাগার পর গ্রুপটির পরিচালিত আরেকটি এতিমখানা থেকে শতাধিক শিশুকে সরিয়ে নেয় পুলিশ।

এতিমখানাগুলোতে শুধু এতিম শিশুই নয়, স্থানীয় দরিদ্রদের ছেলে-মেয়েরাও থাকত।

তবে গ্রুপটির বিরুদ্ধে নানা অব্যবস্থাপনার অভিযোগ ওঠায় ২০১২ সালে এর অনুমতি বাতিল করা হয়।

J/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে