জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় আজ পিকআপ, সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে এক চিকিৎসকসহ দু’ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
আজ শুক্রবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের কলিমনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক দীপংকর পোদ্দার (৩৩) ও সিএনজি অটোরিকশার চালক জুলহাস উদ্দিন (২৮)।
নিহত চিকিৎসক দীপংকর পোদ্দার মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত চন্দন চন্দ্র পোদ্দারের পুত্র।অন্যদিকে, নিহত জুলহাসউদ্দিন ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার সফির উদ্দিনের পুত্র।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইক হবিগঞ্জ সদরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহত দুইজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, ডা. দীপংকর ৩৯তম বিসিএস-এর একজন কর্মকর্তা।

BSSN

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে