সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃসৈয়দ ইসবেলা স্মৃতি ফুটবল লীগের ফাইনাল খেলা সোমবার বিকেলে মাছুমপুর মাঠে অনুষ্ঠিত হয় । মুক্তা কনষ্ট্রাকশন লিঃ ও আশরাফুল মডেল স্কুল এন্ড কলেজের পৃস্টপোষকতায় এ খেলা অনুষ্ঠিত হয় ।মাছুমপুর ক্রিড়া চক্রের সভাপতি মহসিন অঅহমেদ চেীধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন,প্রধানমন্ত্রীর কার্য্যলয়ের মহা পরিচালক ( প্রশাসন) কবির বিন আনোয়ার অপু ।তিনি বলেন,তার মা একজন আদর্শ মানুষ ছিলেন । তিনি গৌরি আরবান বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান মিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন । তাই তার মায়ের নামে এ খেলার নাম দেয়ায় তিনি সবাইকে ধন্যবাদ দেন। বিশেষ অতিথি হিসে
বে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা,পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম,পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী,সাবেক ফুটবলার আসলাম হোসেন ও মুগবেলাই যুব সংগের সভাপতি তৌফিকা আহমেদ ইমা । আরো বক্তব্য রাখেন, জেলা ক্রিড়া অফিসার ও মাছুমপুর ক্রিড়া চক্রের গোল কিপার মাসুদুর রহমান,জেলা ছাএলীগের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন প্রমুখ । উদ্ধোধনী অনুষ্ঠান শেষে আশরাফুল মডেল স্কুল এন্ড কলেঝের ছাএ-ছাএীদের অংশগ্রহনে খুব সুন্দর ড্রিসপ্লে প্রদর্শিত হয় । খেলায় মাছুমপুর ক্রিড়া চক্র ৩-২ গোলে মুগবেলাই যুব সংঘকে হাড়িয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন । খেলা শেষে কবির বিন আনোয়ার অপুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও অপরাজিত দলেরহাতে পুরুষ্কার তুলে দেন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে