জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট সংলগ্ন এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ৮ শ্রেণির ছাত্র তারিকুল ইসলাম (১৩) নিহত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ৯.৩০মিঃ ঘটিকায় সময় খাতামধুপুর ইউনিয়নের রতেরপুকুর গ্রামের জোবাইদুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (১৩) তারাগঞ্জ বাজার থেকে প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার পথে।রতেরপুকুর থেকে তারাগন্জ গামী একটি মাইক্রোবাসের যাহার নম্বর, ঢাকা- মেট্রো-চ, ৫৩-২৮৩১ গ্রামের লোকাল রাস্তায় বেপরোয়া গতির কারণে ঘটনা স্হানে মৃত্যু বরণ করেন তারিকুল নামের কিশোর।এলাকাবাসী সূত্রে জানা যায়, মাইক্রোবাসের ড্রাইভার ফরতাজ(২৫) এর ভাতিজা সোহেল (১৩)দ্বারা গাড়ী চালিয়ে যাওয়ার সময় দূর্ঘটনা ঘটিয়েছে।আরোও জানা যায়,এর আগেও ৪-৫ বার দূর্ঘটনা ঘটিয়েছে তারপরও গাড়ীর মালিক জুয়েল রানা তাকে কিভাবে গাড়ী চালানোর অনুমতি দেয়।

নিহত কিশোরের মামা ছামেদুল ইসলাম বলেন,আমার স্কুল পড়ুয়া ভাগিনাকে পরিকল্পিত ভাবে ঘাতক ড্রাইভার ফরতাজ মেরে ফেলেছে আমি এর সঠিক বিচার চাই।

ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধি সামনেই উভয় পক্ষের মীমাংসার আলাপ চলছে৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে