জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় পরিবারের এক নারীর হাত ভেঙে দিয়েছে প্রভাবশালী প্রতিপক্ষ । এ ঘটনায় ওই নারীসহ ৬ জন আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে ১৩ আগষ্ট । এব্যাপারে আহত নারীর স্বামী বাদী হয়ে ১১জনকে বিবাদী করে
 সৈয়দপুর থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
অভিযোগ সূত্রে জানা যায়,শহরের কয়াগোলাহাট এলাকার মৃত অফর উদ্দীনের ছেলে নজরুল ইসলাম তাঁর পৈত্রিক সম্পত্তির পুকুরে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন। পুকুর পাড়ে বিভিন্ন জাতের গাছ রোপন করে সেখানে সাইন বোর্ড লাগানো হয়। সাইন বোর্ডের লেখা মুছিয়া গেলে ঘটনারদিন নতুন সাইন বোর্ড লাগাতে গেলে একই এলাকার প্রভাবশালী মানিকুল ইসলাম,মাসুদ ইসলাম,মোখলেছুর রহমান,মিজু ইসলাম,মনি বেগম,মিষ্টি বেগম,কুলসুম বেগম,মোকছু বেগম,মামুন ইসলাম,মোস্তাফিজুর রহমান মিঠু,শেফালী বেগমসহ অজ্ঞাত ব্যক্তিরা লাঠি সোডা,লোহার রড,দেশীয় অস্ত্র নিয়ে সাইন বোর্ড লাগাতে বাধা সৃষ্টি করে । এসময় নজরুল ইসলাম  এর কারণ জানতে চাইলে উল্লেখিত ব্যক্তিরা কোন কিছু না বুঝে তাকে মার ডাং শুরু করে এবং মাটিতে ফেলে দেয় । তার চিৎকারে তার ভাজতী বউ রোখসানা বেগম এগিয়ে আসলে তাকে মেরে মাথা ফেটে দেয় । তাকে রক্ষা করতে নজরুলের বড় ভাবী রেজিয়া  এগিয়ে আসলে কাচের পেপসির বোতল দিয়ে মাথায় আঘাত করা হয় । এতে তাঁর নাক ফেটে যায় । ঘটনা শুনে নজরুলের স্ত্রী আবেদা বেগম ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে মার ডাং করে মাটিতে ফেলে দেয় এবং তার হাত ভেঙে দেয় প্রভাবশালীরা। এমনকি তাঁর পরনের কাপড়
টানাহেচড়া করেশ্লীলতাহানি ঘটানো হয় ।
 অবস্থা দেখে তাদের দুই নাতী(শিশু) এগিয়ে আসলে তাদেরকেও মার ডাং করা হয় । তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে উল্লেখিত ব্যক্তিরা হুমকি দিয়ে চলে যান। যাওয়ার সময় বলেন,যে এনিয়ে বাড়াবাড়ি করলে এর ফল ভাল হবে না। যাকে যেখানে পাব মেরে লাশ গুম করে দিব। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তার মধ্যে আবেদা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
এর আগে উক্ত ব্যক্তিরা ভূক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি,বাড়িতে আগুন,ভাংচুর করেছে। তাছাড়া এনিয়ে মামলা ও অভিযোগ চলমান রয়েছে । এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে ও 
 তাদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে