জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ – ২০২২ (২৩ এপ্রিল ২৯ এপ্রিল) উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ” সঠিক পুষ্টিতে সুস্থ জীবন ” প্রতিপাদ্যের ওপর ওই আলাচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ওই আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. মাহ্মুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সহকারি পরিচালক ডা. মো. জাহেদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায়, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার প্রমূখ।

এর আগে আলোচনা সভার শুরুতেই সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. চন্দন রায় পুষ্টি বিষয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন।

সভায় বক্তারা তাদের বক্তব্যে মানুষের সুস্বাস্থ্যের জন্য পুষ্টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং তা পূরনের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার মো, শাহজাহান মন্ডল, কামারপুুকুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, খাতামধূপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ রানা বাবু পাইলটসহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে