জয়নাল আবে হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে শহরের কয়াগোলাহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ওইদিন ভোরে জাহাঙ্গীর স্টোর নামে মুদি দোকানে হঠাৎ ওই আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের লোকজন পৌঁছে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জাহাঙ্গীর হোসেনের দুটি, দেলোয়ার হোসেন দুটি এবং রাজু আহমেদের একটি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, বৃহস্পতিবার ভোরের ওই অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন ইনচার্জ খোরশেদ আলম জানান বৈদ্যুতিক শটসাকিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে । অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করা হচ্ছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে