জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৯টি ঘর ভষ্মিভুত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার নিয়ামতপুর জুম্মাপাড়ায় ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, রাত প্রায় ৩.৪৫ মিনিটে ওই এলাকার মৃত. ছলিমুদ্দিনের ছেলে মমতাজ উদ্দিনের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই প্রতিবেশী আব্দুল মিস্ত্রির ছেলে আব্দুল জব্বার, আব্বাস আলী, হাসান আলী ও জাহেদা খাতুনের ঘরসহ ৯টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের লেলিহান শিখায় ওই পরিবারগুলোর গবাদীপশু, ধান, চাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যায়।

ওই অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এবিষয়ে জানতে চাইলে সৈয়দপুর ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা খুরশিদ আলম বলেন, শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটলেও একটি ঘড়ে থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের কারনে আগুন ছড়িয়ে পরে সর্বত্র। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে