জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ গতকাল বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামসাদ ওরফে সাম (২৬) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার মাদক আইনে করা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সামসাদ শহরের বাঁশবাড়ি টালি মসজিদ এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে। তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরদারপাড়া এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে ভাড়ায় থাকেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) মোঃ আহসান হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল সামসাদের ভাড়া বাড়িতে অভিযান চালায়৷ এ সময় তার কাছ থেকে উল্লেখিত পরিমান ইয়াব ট্যাবলেট ছাড়াও মাদক বিক্রির নগদ ২৬ হাজার ১০০ টাকা, দুটি মোবাইল ফোন সেট, একটি লাল রংয়ের টিভিএস ১৬০সিসি মোটর সাইকেল উদ্ধার করে তা জব্দ করা হয়।

ওসি শাহা আলম বলেন, গ্রেপ্তার সামসাদ আমাদের তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার নামে সৈয়দপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে