জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ২৭৮তম সাপ্তাহিক সাহিত্য আসরে সাবেক এমপি ও পৌর মেয়র মরহুম আমজাদ হোসেন সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৫ জানুয়ারী রাতে সৈয়দপুর শহরের ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয় ।

আসরে অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন, সাবেক অধ্যক্ষ ও জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিল্প সাহিত্য সংসদের সাঃ সম্পাদক এডভোকেট ওবায়দূর রহমান, মরহুম আমজাদ হোসেনের ছোট ভাই পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব রশিদুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন বাদল ৷

বক্তব্য রাখেন,কামারপুকুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান,সৈয়দপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আঃ সাত্তার, সৈয়দপুর সরকারী কলেজের শিক্ষিকা কোহিনুর বেগম,সৈয়দপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আখতার,১১নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু,শিল্প সাহিত্য সংসদের ইলিয়াছ আলী প্রামানিক, মীর সরওয়ার আলী মুকুল,জাহিদা আখতার লেলিন
প্রমুখ।

বক্তারা উত্তরবঙ্গের জননন্দিত নেতা সাবেক এমপি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ মরহুম আমজাদ হোসেনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন ৷

আসরটি পরিচালনা করেন,আসরের সাঃ সম্পাদক ও কথা সাহিত্যিক আকমল সরকার রাজু ও কামারপুুুুকুর ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমান মুকুল ৷

আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন পেশা শ্রেণির মানুষ অংশ নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে