জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন বিষয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অগাষ্ট)সকাল ১১ টা থেকে দুপুর ১ পযন্ত সৈয়দপুর উপজেলা প্রশাসনের সভা কক্ষে রেলওয়ে মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের(পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড.মোঃ মুশফিকুর রহমান।পরামর্শ সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক গোলাম মোস্তফা,সৈয়দপুর রেলওয়ের কারখানা বিভাগীয় তত্ত্বাবধায়ক সাদেকুর রহমান, জেলা সিভিল সার্জন ডা.হাসিবুর রহমান, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম,সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন,উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, পৌর মেয়র রাফিকা আকতার জাহান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা.শেখ নজরুল ইসলাম,বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সভাপতি ডা.মাহবুবুল হক দুলাল,ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক,আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় সংবাদ কর্মীরা।
বক্তারা বলেন,নীলফামারী জেলার সৈয়দপুর শহরকে বিভাগীয় শহরের আদলে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেলওয়ে পতিত জমিতে মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। রংপুর বিভাগের একমাত্র প্রবেশদ্বার শিল্প ও শিক্ষা সমৃদ্ধ শহর সৈয়দপরকে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আলোকে উত্তর জনপদের মানুষের কথা চিন্তা করে সৈয়দপুরে রেলওয়ে মেডিক্যাল কলেজ হাসপাতাল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন হলে উত্তর জনপদের মানুষ যেমন উন্নত চিকিৎসা সেবা পাবে তেমনি ঢাকা কিংবা দেশের বাইরে গিয়ে সময় ও অর্থ নষ্ট হবে না।আন্তর্জাতিক মানের চিকিৎসক দ্বারা উন্নত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে পরিচালিত হবে বলে জানা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে