selfi-stick

বিডি নীয়ালা নিউজ(১৫ই এপ্রিল১৬)-বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদন: সেলফি স্টিক আনছে ফেসবুক। কিন্তু এটি যে সে সেলফি স্টিক নয়। এ টি ভার্চুয়াল রিয়েলিটি সেলফি স্টিক। এই সেলফি স্টিকটি দিয়ে নিজের এবং আশেপাশের চিত্র ভার্চুয়াল রিয়েলিটিতে ধারণ করে তা ফেসবুকে শেয়ার করা যাবে।

ফেসবুকের দুইদিনব্যাপী ডেভেলপারস সম্মেলনে এফ ৮ এর শেষ দিন এই ভিআর সেলফি স্টিক এবং ভিআর সফটওয়্যার টয় বক্সের প্রোটোটাইপ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে ফেসবুকের ভিআর সেলফি স্টিক কীভাবে কাজ করবে তার প্রোটোটাইপে দেখানো হয়। এই সেলফি স্টিকটি দিয়ে নিজের বাস্তবিক চিত্র ধারণ করা না গেলে প্রায় একই রকম অবয়ব ধারণ করা যাবে। এর এটি ভিআর মেইল বক্সের মাধ্যমে ফেসবুকে শেয়ার করা যাবে। আদতে আপনি যে ভার্চুয়াল তথ্য চিত্র দেখবেন সেখানে ঢুঁকে এটি দিয়ে সেলফি তুলে তা প্রকাশ করতে পারবেন।

এই সেলফি স্টিকটিতে নিয়ে ৩৬০ ডিগ্রি ভিআর সেলফি তৈরির জন্য লাগবে একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং হেডসেট। এখনই এই প্রযুক্তি বাজারে আনছে না ফেসবুক। এজন্য বিস্তর গবেষণা চালাবে প্রতিষ্ঠানটি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে