বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ষষ্ঠ আসরের ৩১তম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করেছে সিলেট সিক্সার্স।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিলেট সিক্সার্স। ব্যাট হাতে দলকে দারুণ সূচনা এনে দেন দলের দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। ৭ দশমিক ১ ওভারে দলীয় ৭১ ও ব্যাক্তিগত ৩৪ রানে আউট হন লিটন দাস। তাইজুল ইসলামের বলে ডেভিড উইসের কচ বিহাইন্ড হওয়ার আগে ২২ বলের ইনিংসে তিনটি চার ও দুইটি ছক্কা হাঁকান লিটন। এরপর তিন নম্বরে জেসন রয় মাত্র ১ রানে আউট হলেও এক প্রান্তে অবিচল ছিলেন অপর ওপেনার আফিফ হোসেন। কিন্তু দুর্ভাগ্য আফিফের হাফ সেঞ্চুরির কাছে গিয়েও মাত্র এক রান দূরে থাকতে তাইজুলের তৃতীয় শিকারে পরিনত হতে হয় তাকে। ৩৭ বলে পাঁচটি চার ও দুইটি ছক্কায় ৪৯ রানে ফিরে যেতে হয় আফিফকে। তবে দলের রানের চাকা সচল রেখেছেন সাব্বির রহমান। পাঁচ নম্বরে ব্যাট নেমে ২৯ বলে চারটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারিতে শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত থাকেন সাব্বির। এ ছাড়া শেষ দিকে নিকোলাস পুরানের ১০ বলে এবং পাকিস্তানী মোহাম্মদ নওয়াজেন অপরাজিত ৩৯ রানে বড় সংগ্রহ পায় সিলেট। ২১ বলে তিন চার এবং ২ ছক্কার একটি ঝড়ো ইনিংস খেলেন নওয়াজ। খুলনার তাইজুল ইসলাম ৩০ রানে ৩ উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর :
সিলেট সিক্সার্স: ১৯৫/৪, ২০ ওভার( আফিফ ৪৯, সাব্বির ৪৪*, নওয়াজ ৩৯*: তাইজুল ৩/৩০)।

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে