ডেস্ক রিপোর্ট: ঈশ্বরদী হতে আসা একটি পাথর বোঝাই ট্রেন সিরাজগঞ্জের রায়পুর স্টেশনে এসে ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে়। এর জন্য সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন যথা সময়ে ঢাকার দিকে নির্দিষ্ট পৌঁছাতে সম্ভব না বলে জানা গেছে। গত রোববার (২৯শে সেপ্টেম্বর) রাত১২টা দিকে শহরের অদূরে রায়পুর স্টেশনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। রায়পুর স্টেশন সূত্রে জানাগেছে, পণ্য বহনকারী ট্রেনটি রায়পুর স্টেশনে থামার কথা থাকলেও না থেমে বাজার স্টেশন মুখে পয়েন্ট পার হয়ে চলে যায়।

এরপর ট্রেনের এল,এস সাহেব নিজেই অনিমেষ ব্যাক করে ফেরত আনার সময় ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়।এ দিকে লাইনচ্যুত মালবাহী ট্রেনটি সকাল ৭ টার দিকে রিলিফ ট্রেন সারে পাঁচটায় আসার পর ট্রেনটি উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ে কতৃপক্ষ। তবে মালবাহী ট্রেনটি উদ্ধার না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য যেতে পারবেনা।

P/B/A/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে