nodi vangga

বিডি নীয়ালা নিউজ(২৭ই জুন ১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি):   :সিরাজগঞ্জে বালিঘুগরী এলাকায় সদ্য নির্মিত যমুনার ডান তীর সংরক্ষণ বাঁধের ৭০ মিটার এলাকায় ধ্বস নেমেছে। এতে আশপাশের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা এলাকাবাসী মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শনিবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বালিঘুগরী এলাকায় তীর সংরক্ষণ বাঁধে এ ধ্বস নামে।সোমবান সকাল পর্যন্ত বাধে ধ্বস অর্ব্যাহত ছিল । স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে অব্যাহত পানি বৃদ্ধির কারণে বাঁধের নিম্নাংশে পানি ওঠে। পানি বৃদ্ধির সাথে সাথে বাঁধের ব্লক ধ্বসে যেতে থাকে। বিকেলে দিকে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের ১৫ ও ১৬ নং প্যাকেজের তিনটি অংশে ধ্বস নামে। এতে আশপাশের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ঈমাম বাঁধ ধ্বসের বিষয়ে বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ওয়াক ওয়েতে পানি উঠে কিছু মাটি সরে গেছে। এটা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই বলে তিনি উল্লেখ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে