জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: কৃষি প্রধান বাংলাদেশের কৃষকের জন্য ইরি-বোরো ধানের চারা রোপনের উপযুক্ত সময় এখন। তাই বিরামহীন ভাবে মাঘ মাসের প্রচন্ড শীতকে উপেক্ষা করে সিরাজগঞ্জের কৃষকরা দলবেঁধে ইরি-বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে। জমিতে পানি দেয়া,চাষ করা,আগাছা পরিস্কার,মই টেনে জমি সমান ,সার দেয়া,বাড়ির অন্যদের সাথে নিয়ে বীজতলা হতে চারা তোলাসহ কৃষিকাজে এখন নারী-পুরুষ সবাই ব্যস্ত হয়ে পড়েছেন। কিছু এলাকায় শ্রমিক সংকটে বেশী মজুরি দিয়ে কাজ করতে হচ্ছে। বর্ষা মৌসুমের পরে কৃষকেরা বেশির ভাগ এলাকায় আমন ধানের চারা রোপন করেছিল।

আমন ধান কেটে ঘরে তোলার পর ঐ সব এলাকার জমিতে এখন ইরি-বোরো চাষ শুরু হয়েছে পুরোদমে। বর্তমানে সলঙ্গা এলাকার মাটি ইরি-বোরো চাষের জন্য উপযোগী হওয়ায় অধিকাংশ কৃষকেরা কোমর বেঁধে মাঠে নেমেছে। অন্যান্য বছরের তুলনায় আবহাওয়া ভালো থাকায় সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলায় এবার ইরি-বোরোর লক্ষ্যমাত্রা ছেড়ে যাবে বলে অনেকেই মনে করছেন। তাই সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চল জুড়ে এখন চলছে ইরি-বোরো ধানের চারা রোপনের মহোৎসব।

আবার জেলার কিছু উপজেলার নিচু এলাকা বন্যা কবলিত হওয়ায় বন্যার পানি জমেছিল। পানি বন্দি জমিতে যথা সময়ে আমন ধান রোপন করতে না পেরে কৃষকেরা ঐ সব এলাকার জমিতে সরিষা আবাদ করেছিল।তাই একটু দেরি হলেও এসব জমিতে এখন কৃষকরা মনের আনন্দে ধানের চারা রোপন করছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক আহসান শহিদ সরকার সাংবাদিকদের জানান,সিরাজগঞ্জে এবার ১ লক্ষ ২৫ হাজার ৫৪৪ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। আবহাওয়া অনুকুল থাকলে লক্ষ্য মাত্রা অতিক্রমও করতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে