জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ১৯ ইউনিয়নে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।বৃহস্পতিবার (২১ অক্টোবর) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এসব প্রার্থী চূড়ান্ত করে। দীর্ঘ যাচাই বাছাই শেষে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তক্রমে উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ১৯ নৌকার কান্ডারীর নাম ঘোষণা করা হয়েছে।

বেলকুচি উপজেলার ইউনিয়নগুলোর যারা নৌকার কান্ডারী হয়েছেন তারা হলেন – বেলকুচি ইউনিয়নে সোলায়মান হোসেন, রাজাপুর ইউনিয়নে মোছা: ছনিয়া সবুর, ভাংগাবাড়ি ইউনিয়নে গাজী খন্দকার ফজলুল হক, দৌলতপুর ইউনিয়নে আশিকুর রহমান বিশ্বাস, ধুকুরিয়াবেড়া ইউনিয়নে জিল্লুর রহমান ও বড়ধুল ইউনিয়নে আছির উদ্দিন মোল্লা। উল্লাপাড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে যারা নৌকার কান্ডারী হয়েছেন তারা হলেন- রামকৃষ্ণপুর ইউনিয়নে রফিকুল ইসলাম হিরো, বাঙ্গালা ইউনিয়নে সোহেল রানা, উধুনিয়া ইউনিয়নে রেজাউল করিম, বড়পাঙ্গাশী ইউনিয়নে হুমায়ুন কবির লিটন, মোহনপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ, দুর্গানগর ইউনিয়নে আফছার আলী, পুর্ণিমাগাতী ইউনিয়নে রেজাউল ইসলাম তপন , সলপ ইউনিয়নে শওকত ওসমান, হাটিকুমরুল ইউনিয়নে হেদায়েতুল আলম রেজা, উল্লাপাড়া ইউনিয়নে আব্দুস সালেক, পঞ্চক্রোশী ইউনিয়নে ফিরোজ উদ্দিন, কয়ড়া ইউনিয়নে হেলাল উদ্দিন ও সলঙ্গা ইউনিয়নে মোখলেছুর রহমান তালুকদারকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক দেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে