ভোট দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার (৩০ ডিসেম্বর) সকালে ধানমণ্ডি ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। এর আগে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার (৩০ ডিসেম্বর) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথেই ভোট দেন তিনি। তিনিও সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এসময় তিনি বলেন, ভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয় হবে।  ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেও তিনি এই কেন্দ্রে ভোট দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় রাজধানী ঢাকার ধানমণ্ডির সুধাসদনের বাসার ঠিকানায় (৫৪, ৫ নম্বর ধানমণ্ডি) ঢাকা-১০ আসনে ভোটার । সে হিসেবে তাদের ভোট কেন্দ্র হচ্ছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র।
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।

S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে