earthquake-vumikompo

বিডি নীয়ালা নিউজ(১৩ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ রাজধানী ঢাকাসহ সারাদেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। বড় বড় ভবনগুলো দুলতে থাকলে আতঙ্কও দেখা যায়।

আজ বুধবার(১৩ই এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। এর স্থায়ীত্বকাল ছিল ১ মিনিটের মতো। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইকে, যা ভারত-মিয়ানমারের সীমান্ত এলাকা। ভূমিকম্পের গভীরতা ছিল ১৩৫ কিলোমিটার। একই সময় ভূকম্পন অনুভূত হয় পাশের দেশ ভারত, নেপাল ও পাকিস্তানেও।

ভূমিকম্পের আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ঢাকার মগবাজারে একটি মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
সিলেটে ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে বহুতল ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে আন্তত ১০ জন।

চট্টগ্রামে কয়েকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া আর কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে