২০১৮ আসরে সাফ অনূর্ধ্ব -১৮ মহিলা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৮ মহিলা জাতীয় ফুটবল দলের আরও ১০ খেলোয়াড় ও ১ কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে তাদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন।
এর আগে গত ১১ অক্টোবর এক অনুষ্ঠানে সাফ জয়ী অনূর্ধ্ব ১৮ খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হেয়। তখন বাংলাদেশ অনূর্ধ্ব ১৮ মহিলা জাতীয় ফুটবল দলের ৩০ সদস্যের মধ্যে ১৯ জনকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। বাকি ১০ খেলোয়াড় ও ১ কর্মকর্তাকে আজ পুরস্কৃত করা হল।
পুরস্কার প্রাপ্ত ১০ খেলোয়াড়ের প্রত্যেককে ১০ লাখ টাকা করে এবং কর্মকর্তাকে ৫ লাখ টাকা দেয়া হয়।
দ্বিতীয় দফায় পুরস্কার প্রাপ্তরা হলেন খেলোয়াড়রা রুকসানা বেগম, বেগম মাসুরা পারভীন, বেগম শিউলি আজিম, ইসরাত জাহান রত্না, বেগম মারজিয়া, বেগম সানজিদা আক্তার, ইসরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, রাজিয়া খাতুন এবং মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ।

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে