Uddhar

বিডি নীয়ালা নিউজ(১১ই জুন ১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি): সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ১৩টি ককটেল বোমা দু’টি পাইপগান, দু’টি রামদা উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এ্যাডিশনাল এসপি আকরামুল হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই থানার পাঠান পাড়া গ্রামের তয়জাল আলী সরদারের বসত বাড়ির পাশে অভিযান চালিয়ে উল্লেকিত অস্ত বোমা উদ্ধার করা হয় । এসব অস্ত্রের সাথে জড়িত ভেংরী গ্রামের শামছুল তালুকদারের ছেলে আব্দুস ছালাম(৩৫) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে