ডেস্ক রিপোর্টঃ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির প্রথম প্রান্তিকের কার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে সারাদেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এ ছাড়া আগামী রবিবার থেকে খোলা বাজারে(ওএমএস) চাল ও আটা বিক্রি শুরু করবে সরকার।

বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানান।

তিনি বলেন, সরকার দেশে দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত কয়েক বছর ধরে খাদ্যবান্ধব কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবছর আজ থেকে এই কর্মসূচির প্রথম প্রান্তিকের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচির দ্বিতীয় প্রান্তিকের আওতায় আবারও ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল প্রদান করা হবে।

এদিকে, বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে আগামী রবিবার থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে খোলা বাজারে (ওএমএস) সরকার চাল ও আটা বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। যা চলবে চলতি বোরো মৌসুমের ধান-চাল উঠার আগ পর্যন্ত। এই কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে ভালো মানের সিদ্ধ চাল কিনতে পারবেন ক্রেতারা।

মন্ত্রী জানান, ‘ওএমএস’ কার্যক্রম চালু করার জন্য খাদ্য অধিদফতর থেকে ইতিমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে