cort

ডেস্ক রিপোর্টঃ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে এমপিরা দায়িত্ব পালন করতে পারবেন না মর্মে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

এ বিষয়ে সরকার পক্ষসহ তিনটি আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ইউনুছ আলী আকন্দ। অপরদিকে রাষ্টপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল।

শিক্ষা বোর্ড, সরকার, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও মন্ত্রী রাশেদ খান মেননের করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

গত ১৭ আগস্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা। আপিলটি খারিজ হয়ে যাওয়ায় এমপিরা সভাপিত হিসেবে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে আর দায়িত্ব পালন করতে পারবেন না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে