বিনোদন প্রতিনিধি : মধু  লতা।  খুব ছোট একটি নাম।  বর্তমান সময়ের  অভিনেত্রী তিনি। যিনি তার অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার অভিনয় দেখার জন্য দর্শকরা অপেক্ষা করে।  তার অভিনীত  রবিউল ইসলাম রাজ্ পরিচালিত সিনেমা”কেনো সন্ত্রাসী”. এছাড়া আরো অনেক কাজ নিয়ে ব্যাস্ত এই অভিনেত্রী। তার বর্তমান অবস্থা আর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা হয় । সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি মারুফ সরকার। পাঠকদের জন্য কথোকপনের চুম্বন অংশ তুলে ধরা হলো।

মারুফ সরকার : কেমন আছেন ?
মধু লতা : জি   আলহামদুলিল্লাহ  ভালো আছি।

মারুফ সরকার : কি নিয়ে ব্যস্ততা চলছে এখন?
মধু  লতা : ছবির কাজ , ইউটিউবের শর্ট ফিল্ম , মিউজিক ভিডিও , ফড়িং মিডিয়া হাউজের শর্ট ফিল্ম।

মারুফ সরকার :  অভিনয়ের শুরু কবে থেকে আপনার ?
মধু  লতা : ২০১৫ সালের মাঝামাঝি থেকে আমার অভিনয় শুরু হয়।

মারুফ সরকার : অভিনয়ে আসার ক্ষেত্রে কোন বাধা?
মধু  লতা : তেমন কোনো বাধা আসে নাই।

মারুফ সরকার :টিভি নাটকের শুরু কিভাবে?
মধু  লতা : আমার কিছু বন্ধু  আছে যারা মিডিয়াতে কাজ করতো তাদের মাধ্যমে আমার মিডিয়াতে আসা।

মারুফ সরকার : আপনার পরিবার অভিনয়কে কিভাবে দেখে ?
মধু  লতা : আমার পরিবারের সাপোর্ট নাই আমার সাথে। কিন্তু আমার ভায়ের সাপোর্ট আছে আর সেই আমাকে উৎসাহ দেয় আর আমার ভাই ও মিডিয়া সাথে যুক্ত।

মারুফ সরকার : আপনার উল্লেখযোগ্য কিছু কাজের নাম বলেন ?
মধু  লতা : আমি  রবিউল ইসলাম রাজ্ ভাইয়ের কেনো সন্ত্রাসী ছবিতে অভিনয় করেছি। বিটিভি ডকুমেন্টরিতে উপস্থাপনাতে কাজ করছি প্রায় ৫-৬ টা। বাংলা টিভিতে একটা বিজ্ঞাপন করেছি। আরো অনেক কাজ করছি।

মারুফ সরকার : অভিনয় নিয়ে সামনের পরিকল্পনা কি?
মধু  লতা :  ভালো অভিনয় শিল্পী হতে চাই আর  সবার মন জয় করতে চাই।

মারুফ সরকার : আপনি কোন চরিত্রটি বেশি উপভোগ করেন?
মধু  লতা : রোমান্টিক ডায়লগ বলতে  সবচেয়ে ভালো লাগে।

মারুফ সরকার :  আপনার  কোন ধরণের চরিত্রে অভিনয় করতে বেশি ভালো লাগে  ?
মধু  লতা : মারামারির অভিনয় আমার ভালো লাগে।

মারুফ সরকার : অভিনয় করে আপনি কেমন আছেন?
মধু  লতা : মোটামুটি  ভালো আছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

মারুফ সরকার : দর্শকদের উদ্দেশে কিছু বলেন ?
মধু  লতা : আপনারা বাংলা ছবি নাটক বেশি বেশি দেখুন বাংলা সংস্কৃতিকে বাঁচিয়া রাখুন। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে