modi10

বিডি নীয়ালা নিউজ(১০ই এপ্রিল১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরকালে সময় বাঁচাতে কোন হোটেলে বিশ্রাম নিচ্ছেন না৷ বিমানেই কিছুক্ষন ঘুমিয়ে নিজেকে পরবর্তী সফরের জন্য তরতাজা করে নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে৷

গত ৩০ মার্চ থেকে ২ এপ্রিল মোদি তাঁর সর্বশেষ সফরে বেলজিয়াম, আমেরিকা ও সৌদি আরব গিয়েছিলেন৷ এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানেই তিন রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী৷

মোদির ঘনিষ্ঠ এক আমলা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিমানেই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন বলেই মাত্র ৯৭ ঘন্টায় তিনি আমেরিকা-সহ তিন রাষ্ট্র সফর শেষ করতে পেরেছেন৷ প্রতিটি দেশে নেমে পরবর্তী সফরের জন্য বিশ্রাম নিলে ছ’দিনের আগে তিনটি দেশের সফর শেষ হত না৷

ক্ষমতায় আসার পর প্রথম দুবছর মোদি তাঁর পূর্বসূরী মনমোহন সিংয়ের চেয়ে বেশি দিন বিদেশ সফরে কাটিয়েছেন৷ ইউপিএ ১ ও ইউপিএ ২ আমলে প্রাক্তন প্রধানমন্ত্রী ৭২ দিন বিদেশে কাটিয়েছেন৷ মোদি কাটিয়েছেন ৯৫ দিন৷ মোদি তাঁর ২০টি বিদেশ সফরে ৪০টি দেশে গিয়েছেন৷ তুলনায় প্রাক্তন প্রধানমন্ত্রী ১৫টি বিদেশ সফরে মাত্র ১৮টি দেশে গিয়েছিলেন৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে