জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ: অবশেষে উল্লাপাড়া কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন সুমিসহ অন্যান্য কর্মকর্তাদের হস্তক্ষেপে গভীর নলকুপে পুড়ে যাওয়া ট্রান্সফরমার পুনরায় পেয়ে খুশি হয়েছেন এলাকার কৃষকসহ গভীর নলকুপ মালিকগণ। বহুল প্রচারিত দৈনিক জনকন্ঠসহ অন্যান্য পত্রিকা ও “বিডি নিয়ালা” অন লাইন মিডিয়ায় ‘উল্লাপাড়ায় গভীর নলকুপে ট্রান্সফরমার না থাকায় রোপা আবাদ ব্যহত” শিরোনামে সংবাদ প্রকাশসহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সুদৃষ্টি পড়ে। কর্মকর্তাগণ নিজ নিজ দায়িত্বে সরেজমিনে এলাকায় গিয়ে তদন্ত করায় শেষে ট্রান্সফর্মার পেয়েছেন উল্লাপাড়ার আগরপুর ও বনবাড়িয়ার গভীর নলকুপের ম্যানেজারগণ। বৃহ:বার (২৪ আগস্ট) সকালে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএডিসি (পানাসী) কর্মকর্তা চিত্তরঞ্জন রায়,উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন সুমি ও উল্লাপাড়া উপজেলা বিএডিসির সহকারী প্রকৌশলী (পানাসী) শাহী আলম। সহকারী প্রকৌশলী শাহী আমিন বৃহ:বার বিকেলে জানান, আমরা আজকে ওই এলাকা পরিদর্শন করে পল্লী বিদ্যুৎ অফিসে কথা বলে ট্রান্সফর্মার লাগিয়ে সংযোগ দিয়েছি। কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উল্লাপাড়ায় এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না। বিষয়টা আমার নজরে আসার সঙ্গে সঙ্গে ঐ এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সে বৃহ:বার ভোরে গিয়ে খোঁজ খবর নিয়ে আমাকে অবগত করলে আমি নিজে সরেজমিনে গিয়ে মাঠ পরিদর্শন করেছি।পরিদর্শনকারী উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলে ওই দিনই ট্রান্সফরমার লাগিয়ে সংযোগ দেয়ার ব্যবস্থা করেছি। । ভুক্তভোগী নলকুপ মালিকগণ ও কৃষকরা বলেন, সকালে সিরাজগঞ্জের বিএডিসি (পানাসী) কর্মকর্তা ও উল্লাপাড়া কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী ও উল্লাপাড়া বিএডিসি ( পানাসী)ইঞ্জিনিয়ার আমাদের এলাকায় এসে আমাদের সমস্যার কথা শোনেন এবং রোপা আমন লাগানোর খোজ খবর নিয়ে জরুরি ট্রান্সফরমার সরবরাহের আশ্বাস দেন। তারা মাঠ পরিদর্শন শেষে অফিসে ফিরেই ট্রান্সফরমার পাঠিয়েছেন। শুধু তাই নয়, বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে জরুরি বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। তাই বজ্রপাতে পুড়ে যাওয়া ট্রান্সফরমারের জন্য রোপা আবাদ ব্যহত ও কয়েকশ’ বিঘা জমিতে রোপা আবাদ হুমকীর হাত রক্ষা হয়েছে বলে ভুক্তভোগী কৃষকরা খুশি।তাদের হস্তক্ষেপে ট্রান্সফরমার পেয়ে মাঠ পরিদর্শনকারী কর্মকর্তাদের এলাকাবাসী ধন্যবাদ জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে