_91050021_e2f622c1-4797-4351-bcef-b66ca85217b8

বিডি নীয়ালা নিউজ( ৬ই সেপ্টেম্বর, ২০১৬ইং)-স্পোর্টস ডেস্কঃ টি ২০ ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে মঙ্গলবার এক ম্যাচে রেকর্ড ২৬৩ রান করেছে অস্ট্রেলিয়া।

বিশ ওভারের ম্যাচে এর আগের রেকর্ড ছিল কেনিয়ার বিরুদ্ধে ২০০৭ সালে করা শ্রীলঙ্কার ২৬০।

তিন উইকেটে করা অস্ট্রেলিয়ার রেকর্ড রানের মধ্যে অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল একাই করেন ১৪৫ রান, মাত্র ৬৫ বলে।

তার ইনিংসে নয়টি ছক্কা এবং ১৪টি চারের মার ছিলো।

মাত্র সপ্তাখানেক আগেই ৫০ ওভারের ক্রিকেটে রানের নতুন বিশ্ব রেকর্ড করেছে ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের এই স্কোর ছিলো ৪৪৪।

তার পরপরই টি২০ ক্রিকেটেও নতুন রেকর্ড হলো।

একদিনের ম্যাচে এর আগের রেকর্ডও ছিলো শ্রীলঙ্কার। ২০০৭ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রীলঙ্কার ঐ স্কোর ছিলো ৪৪৩।

 

 

বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে