ডেস্ক রিপোর্ট : বাল্যবিয়ে- যৌতুককে লালকার্ড দেখিয়ে সদর উপজেলার ৬ নং পাকুড়িয়া ইউনিয়নকে বাল্যবিয়ে ও যৌতুকমুক্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে ওই ইউনিয়নের নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ মাঠে ওই ইউনিয়নের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার শিক্ষার্থী হাতে বাল্যবিয়ে-যৌতুককে ‘না’ লেখা লালকার্ড এক সাথে তুলে ধরে বাল্য বিয়ে- যৌতুক বিরোধী শপথ করেছেন।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হায়দার আলী প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি।
নাগরিক সংগঠন ‘জন উদ্যোগ’ ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ার্ল্ডভিশন শেরপুর এডিপি, আইইডি, রক্ত দিন জীবন বাঁচান, আসলকাজ, বাংলার মুখ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহায়তা করেন।
চেয়ারম্যান আলহাজ¦ হায়দার আলী বলেন, এখন থেকে পাকুড়িয়া ইউনিয়নে কোন বাল্য বিয়ে, যৌতুকের কোন লেনদেন হবেনা। এ সংক্রান্ত কোন সংবাদ পেলে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে