ডেস্ক রিপোর্টঃ শেরপুর জেলা শহরের আফছর আলী বালিকা বিদ্যালয় কেন্দ্রে সুমাইয়া আক্তার নামে এক জন শারিরিক ও মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।  সে পায়ের সাহায্যে পরীক্ষার উত্তর পত্র লিখছে।

সে সদর উপজেলার আন্ধারিয়া সুতির পাড়া গ্রামের এবং আন্ধারিয়া সুতির পাড়া দাখিল মাদরাসা’র সুপার সফির উদ্দিনের কন্যা।  সুমাইয়া চক আন্ধারিয়া হাই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে।

উল্লেখ্য, সারাদেশের মত শেরপুর জেলার ৫ উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তথ্যমতে, জেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ টি ভেন্যুতে ১৭ হাজার ১৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।  এর মধ্যে প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ১১১ জন।

 

 

 

 

 

S/N/N/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে