কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: আইডিয়াটিক পাবলিকেশনের ব্যানারে লেখক,কলামিষ্ট ও সাংবাদিক আব্দুল মান্নান এর লেখা কিশোরগঞ্জ উপজেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে লেখা বইটি খুব শীঘ্রই বাজারে আসছে। লেখক আব্দুল মান্নান জানান মহান আল্লাহর অশেষ রহমতে আমার দীর্ঘদিনের সাধনা ও পরিশ্রমের ফসল “ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি” কিশোরগঞ্জ উপজেলা,নীলফামারী বইখানা প্রকাশ হতে যাচ্ছে। তিনি আরো জানান এটি তাঁর দ্বিতীয় প্রকাশনা, ইতিপুর্বে কৃষি ভিত্তিক বিষমুক্ত ফসল উৎপাদন ও নিরাপদ খাদ্য নামে আরো একটি বইটি প্রকাশ করেছিলেন।

আঞ্চলিক ইতিহাস রচনার মূল্য অপরিসীম। সাধারণত: ইতিহাস চর্চায় ভৌগলিক, ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপেক্ষিত বিষয়গুলোকেই লেখা হয়। দেশপ্রেম ও ইতিহাস সচেতনতায় তাই প্রাচীন ও আঞ্চলিক ইতিহাসের সাথে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়াই হলো এর মুল উদ্দেশ্য। আঞ্চলিক ইতিহাস রচনা ধারায় কিশোরগঞ্জ উপজেলার নাম নেই বললেই চলে। সরাসরি এ উপজেলার ইতিহাস নিয়ে লেখা-লেখির কোন কিছুই নেই। দু-একজন লেখকের লেখা বইয়ে কিশোরগঞ্জ উপজেলার ইতিহাস, ঐতিহ্য অতিসংক্ষেপে উঠে এসেছে। তাই, এ উপজেলার ইতিহাসের একটি সংগৃহিত তথ্যভিত্তিক উপস্থাপনা রেখে যাওয়ার লক্ষেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। লেখকের পরবর্তী কাব্যগ্রন্থ “ফেরাতে চাই” ২০২৪ সালের অমর একুশে বই মেলায় প্রকাশিত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে