শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেছেন, চিনি শিল্পের উন্নয়নে মিলের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের একনিষ্টতার সাথে কাজ করতে হবে।

বর্তমান সরকার নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপন সহ পুরাতন শিল্প প্রতিষ্টানগুলি টিকিয়ে রাখতে কাজ করে চলেছে।

তিনি রোববার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিল আকস্মিক সফরে এসে মিলের গেষ্ট হাউজে কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলি বলেন।

তার এ সফরের সঙ্গী ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার। মন্ত্রী মহোদয়গন মিলের কারখানা পরিদর্শন শেষে মিলের কর্মকর্তা ও শ্রমিকদেরকে বিভিন্ন দিক নিদের্শনা মুলক উপদেশ দেন ।

এ সময়ে আরো উপস্তিত ছিলেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা, মোচিক ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবির, শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ মিলের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

P/B/A

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে