musafiz

বিডি নীয়ালা নিউজ(১৩ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে মুস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, উইকেট পাওয়ার লোভে খেলেন না তিনি। খেলেন নিছক আনন্দ পাওয়ার জন্য। সেই আনন্দের মাঝে যদি কিছু আসে সেটাই নাকি বাংলাদেশের কাটার বয়ের কাছে বড় প্রাপ্তি।

প্রথমবারের মতো আইপিএলে খেলছেন মুস্তাফিজ। একাদশে সুযোগ পাবেন কি না, তা নিয়ে ছিল ঘোর সন্দেহ। ভয়টা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য! ব্যাটে-বলে যিনি সমান তালে খেলে যান, তাকেই উপেক্ষা করেছে কলকাতা নাইট রাইডার্স।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের শঙ্কাটা ছিল এভাবে, বেঙ্গালুরুর বিপক্ষে মুস্তাফিজকেও বোধ হয় একাদশে রাখবে না সানরাইজার্স হায়দ্রাবাদ!

সেই শঙ্কা উড়িয়ে দিয়ে কাটার মাস্টারকে একাদশে রেখেছে হায়দ্রাবাদ। আস্থার প্রতিদানও দিয়েছেন মুস্তাফিজ। ৪ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ২৬ রান। তুলে নিয়েছেন মূল্যবান দুটি উইকেট। যে উইকেট দুটি না ফেলতে পারলে হায়দরাবাদের কপালে বড় দুর্ভোগই ছিল।

আইপিএলে অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন মুস্তাফিজ। চেনালেন নিজের জাত। শাবাশ কাটার মাস্টার!

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে