_91064712_8ac77146-2b5c-4da2-a679-dd96cbcdb32f

বিডি নীয়ালা নিউজ(৮ই সেপ্টেম্বর ২০১৬ইং-ডেস্ক রিপোর্টঃ আবহাওয়ার গতিপ্রকৃতির সঙ্গে মানুষেরা শরীরের ব্যথা বেদনার এক ধরণের সংযোগ রয়েছে বলে দাবী করেছেন ব্রিটেনের গবেষকেরা।

কয়েক হাজার রোগীর ওপর চালানো এক গবেষণায় এমনটি দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।

দেখা গেছে দীর্ঘদিন ধরে আর্থরাইটিসসহ নানা ধরণের ব্যথা বা ক্রনিক পেইন শীতের সময় বাড়ে।

গবেষণায় দেখা গেছে আবহাওয়া উষ্ণ হতে শুরু করলে ব্যথার প্রকোপও কমতে শুরু করে।

আবহাওয়ার উষ্ণতা কমলে ব্যথার সমস্যা বেড়ে যায় বলেও জানিয়েছেন এ গবেষণায় অংশ নেয়া অনেকে।

গবেষকরা স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করে এ গবেষণার জন্য তথ্য সংগ্রহ করেছেন।

তবে এ ধরণের তথ্য সংগ্রহের কাজ আগামী বছর এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

 

বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে