ডেস্ক রিপোর্ট : শনিবার থেকে কুয়েত গমনেচ্ছুদের করোনামুক্ত সনদ দেবে স্বাস্থ্যমন্ত্রণালয়। এই সনদ ছাড়া দেশটিতে যাওয়া বন্ধের নির্দেশ আসায় বিপাকে পড়েছেন প্রবাসী শ্রমিকরা। সকাল থেকে তারা মহাখালীর আইইডিসিআর কার্যালয়ের সামনে ভীড় করেন।

কুয়েত প্রবাসীরা বলছেন, হঠাৎ করে গতকাল এক বিজ্ঞপ্তি দিয়ে সরকারের কাছে থেকে করোনামুক্ত সনদ নিতে বলেছে দূতাবাস। সনদ নেয়ার জন্য আইইডিসিআর-এর ঠিকানা দিয়েছে দূতাবাস। কিন্তু, কর্তৃপক্ষ সনদ দিচ্ছে না। সনদ প্রার্থীরা কোথায় যাবেন সেটাও কেউ কিছু বলছে না। ভীড় করাদের সবাই, ইতোমধ্যে বিমানের টিকেট কেটে ফেলেছেন তাই যাওয়া অনিশ্চিত বলে জানান প্রবাসীরা।

আইইডিসিআর কর্তৃপক্ষ বলছে, শুধু গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার কাজ করে; তারা কোনো সনদ দেন না।

J/T/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে